বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মিনহাদুজ্জামান লীটন পূনরায় নির্বাচিত হয়েছেন। ৮ মে বুধবার সকাল ৮থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে রাত ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
ভোটের ফলাফলে মিনহাদুজ্জামান লীটন (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৩৪৫ ভোট।
ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান অছিয়া আক্তার রুনা (সেলাই মেশিন) প্রতীক ১৪৮০৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশারাত আক্তার ইমু (কলস) প্রতীক ৮৫৪০ ভোট।
এ উপজেলায় মোট ভোটার ১,৬৬,১৬১, এর মধ্যে প্রদত্ত ভোট ২৮৩৮৩, বৈধ ভোট ২৭২৬৩ এবং বাতিলকৃত ভোট ১১২০।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে মিনহাদুজ্জামান লীটন নৌকা মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এর ভাই।
Posted ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher