পিরোজপুরের কাউখালীতে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনায়ন পত্র দাখিলে শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনায়ন পত্র অনলাইনে আবেদন করছেন।
আজ ২১ এপ্রিল (রবিবার) উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটারিং অফিসারে কার্যালয়ে অনলাইনে দাখিলকৃত কাগজ পত্রের একটি কপি জমা দেন।
এরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম খান এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টি জে পি থেকে পদত্যাগ কারী নেতা আবু সাঈদ মিয়া ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সমদ্দার, সাংবাদিক মাসুম বিল্লাহ্, জাতীয় পার্টি জেপি ছাত্র সংগঠন ছাত্র সমাজের সভাপতি মোঃ শামিম হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি নেত্রী সীমা আক্তার, ও ফাতেমা ইয়াসমিন।
উল্লোখ্য; এবারে এ উপজেলা নির্বাচন ইলেক্টনিক ইভিএম প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher