দেশীয় সঙ্গীত জগতের সুন্দরী – সুরেলা কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকা। সময়ের আলোচিত এই গায়িকা মল্লিকা নামেই বেশি পরিচিত। উচ্চাঙ্গসংগীতের সপ্তসুর আর রাগ – রাগিণীতে বিশেষ পারদর্শী এই তরুণী আধুনিক বাংলা গানের অভিজ্ঞ এক শিল্পী। এর বাইরে তিনি অন্য ঘরানার গানও করেন। ক্লাসিক্যাল গানের সাধনায় অহর্নিশ ডুবে থাকা মল্লিকা বয়সে তরুণ হলেও গানের জগতে তার পথচলা বেশ লম্বা সময়ের। মল্লিকা তার সঙ্গীতে জীবনে সুরের তালিম নিয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতগুরু পন্ডিত সুনীল চক্রবর্তীসহ একাধিক সঙ্গীতগুরুর কাছ থেকে।
সুগায়িকা হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী মল্লিকা’র আজ (৩০ আগস্ট) জন্মদিন। জন্মদিনের প্রাক্কালে তিনি কথা বলেছেন এই প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, মাঝে করোনাকালে অন্য শিল্পীদের মতো তারও নানান প্রতিকূল অবস্থা পার করতে হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি প্রকৃতির ওই বৈরী সময়ে। বাড়িতে নিয়মিত সঙ্গীত সাধনা করেছেন তখন। এতটুকুও ভাটা পড়েনি তার সঙ্গীত চর্চায়। অন্য কোনোদিকে মন না দিয়ে নিয়মিত গানের রেওয়াজ করে গেছেন সকাল-সন্ধ্যা। আরও বেশি গভীরে ঢুকে গেছেন শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগের ভেতর। সংকটকালীন ওই সময়ে সঙ্গীতেরর দশটি রাগ – রাগিণীর ওপর আরও বেশি দক্ষতা অর্জন করেছেন তিনি।
মল্লিকা সম্প্রতি চারটি নতুন গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। নিজের জন্মদিন উপলক্ষ্যে নতুন একটি গান রিলিজ করার কথা ছিল। কিন্তু গানের ভিডিও তৈরি করতে একটু বেশি সময় লেগে যাওয়ায় সেটি কিছুদিন পর রিলিজ করবেন বলে জানান। অন্যদিকে, সম্পূর্ণ রাগ – রাগিণীর ওপর একটি শাস্ত্রীয় সঙ্গীতের একটি অ্যালবাম করার ইচ্ছা তার দীর্ঘদিনের।
কলকাতার এইচএমভি থেকে ‘আর কত রাত একা থাকবো’ শিরোনামে মল্লিকার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০০৪ সালে। পুরোনো দিনের কালজয়ী কিছু গান নিয়ে করা ওই অ্যালবামটি সে সময় দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর একে একে আরও ১১টি গানের অ্যালবাম প্রকাশ পায় তার। এগুলোর মধ্যে কলকাতা থেকে পাঁচটি এবং বাংলাদেশ থেকে সাতটি প্রকাশিত হয়েছে। তার গাওয়া উল্লেখযোগ্য কয়েকটি গান ও অ্যালবাম হলো – আর কত রাত এক থাকবো, আমি যে কে তোমার, ভালোবাসা অবুঝ পাখি, সন্ধ্যা বেলা তুমি আমি, প্রেমের দীর্ঘপথ, কেনো ডাকো, কাগজের ফুল ইত্যাদি।
বাংলাদেশ টেলিভিশন এবং বেতার এর আধুনিক গানের উচ্চ গ্রেডের শিল্পী রুবিয়া মল্লিকা’র গাওয়া সর্বশেষ প্রকাশিত মৌলিক গানের একক অ্যালবাম ‘প্রেমের দীর্ঘপথ’ এর সুর ও কথা লিখেছেন এদেশের সঙ্গীতাকাশের উজ্জ্বল নক্ষত্র বরেণ্য সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার প্রয়াত গুণী সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। এছাড়াও মল্লিকার গানের ঝুলিতে আরও বেশ কিছু মৌলিক গান রয়েছে প্রয়াত চির সবুজ গীতিকবি নজরুল ইসলাম বাবু, মুন্সী ওয়াদুদ, মিল্টন খন্দকার, শফিউদ্দিন শিকদার, দেলোয়ার আরজুদা শরীফ এবং মো: হাবিবউল্লাহর লেখায়। তিনি গান করেছেন বরেণ্য সুরকার শেখ সাদী খান, কলকাতার রুদ্র দত্ত, প্রয়াত আজমল হুদা মিঠু, মকসুদ জামিল মিন্টু, প্রয়াত আলী হোসেন, লোকমান হাকিম, ইসহাক, মান্নান মোহাম্মদ এবং আনিসুর রহমান তনুর সুরে।
মুন্সীগঞ্জের মেয়ে মল্লিকা তার আজকের জন্মদিন নিয়ে বলেন, আমি কখনোই ঘটা করে জন্মদিন উৎসব পালন করি না। বরাবরের মতো আজকেও পরিবারের সবার সঙ্গে বাসায় কেক কাটবো। আমার জন্মদিনে সবাই আমার জন্যে দোয়া করবেন। আমি যেনো আরও ভালো কিছু গান শ্রোতা – দর্শকদের উপহার দিয়ে যেতে পারি।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher