শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘শেখ হাসিনার মত দিনে দুপুরে এভাবে কেউ পালায় নাই’ —মঞ্জু

স দি সংবাদদাতা   শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
111 বার পঠিত
‘শেখ হাসিনার মত দিনে দুপুরে এভাবে কেউ পালায় নাই’ —মঞ্জু

শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ আমাদের সবাইকে মেরে কেটে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবে না, তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনে দুপুরে পালিয়ে যেতে হলো, তার মত দিনে দুপুরে এভাবে পৃথিবীতে কোন স্বৈরাচার পালায় নাই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

রাষ্ট্র সংস্কার করে জনগনের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবি পার্টি ফেনী জেলা আয়োজিত ফেনীর শহীদ মিনার চত্ত্বরে আজ ৭ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মঞ্জু আরও বলেন, প্রবাসীদের রক্ত ঘাম পানি করে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা চুরি করে যারা বিদেশে পাচার ও কানাডা, বৃটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বেগম পাড়া বানিয়েছেন সেসকল আওয়ামী লুটেরারা আজ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি প্রশ্ন রেখে বলেন কী দোষ ছিল ছাত্রদের? তারাতো মেধার ভিত্তিতে চাকরী পাওয়ার ন্যায্য দাবি তুলেছিল। কেন তাদেরকে গুলি করে গণহারে হত্যা করা হলো?

ফেনীর মেধাবী ছাত্র ইশতিয়াক শ্রাবণ ও মাহবুব হাসান মাসুদসহ ১৩ জনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এসকল শহীদদের নামে ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য বীর শমশের গাজীর নামে ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠারও দাবি জানান তিনি। এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতি দেশে একটি কল্যাণকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচার হুমকি দিচ্ছে টুক করে নাকি সে এদেশে ঢুকে পড়বে! তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন; আপনারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবেন সেদিন আবু সাইদ ও মুগ্ধরা আবার হাবিলদার রজব আলী হয়ে ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এদেশে স্থান হবে তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।

এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ফেনী নদীর পানি নিয়ে ভারত যা করছে তাতে মনেহচ্ছে তারা কোন গোপন চুক্তি করেছে! যদি এরকম কোন গোপন চুক্তি হয়ে থাকে তাহলে তিনি তা অবিলম্বে বাতিল করার দাবি জানান।

ফেনীর বিলোনীয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টির নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতকে মনে রাখতে হবে তাদের হাতের পুতুল মহিলা লক্ষণ সেন পালিয়ে গেছে তাকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না।

শাহদাৎ হোসেন সাজুর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেল শাখার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, অফিস সম্পাদক মীর ইকবাল ভূঞা, সমাজ সেবা সম্পাদক এবি সিদ্দিক ভূঞা, নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি, ফেনী সদর উপজেলা আহবায়ক সাহাদাত হোসেন ভূঞা, পৌরসভা আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সোনাগাজী উপজেলা আহবায়ক অধ্যাপক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, এবি যুব পার্টি আহবায়ক সফিউল্লাহ পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!